২৭ বছরের রেকর্ড ভাঙলেন সুনীল

দেশের মাটিতে ইতিহাস। ২৭ বছর পর সুনীল কুমারের হাত ধরে এশিয়ান কুস্তিতে সোনা পেল ভারত। নয়াদিল্লিতে ফাইনালে কিরঘিচস্তানের কুস্তিগিরকে গ্রেকো রোমান ৮৭ কেজি বিভাগে ৫-০ গেমে হারান। ১৯৯৩ সালে ভারতের পাপ্পু যাদব গ্রেকো রোমান ৪৮ কেজি বিভাগে সোনা জিতেছিলেন।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়ানশিপ। জাপান, চিন, তাইপে, কোরিয়ার কুস্তিগিররা মুখে মাস্ক পড়ে ঘুরছেন করোনা আতঙ্কে।

Previous articleকেজরি-শাহ বৈঠক
Next articleপ্রয়াত দক্ষিণী সিনেমা জগতের বর্ষীয়ান অভিনেত্রী কিশোরী বল্লাল