কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে রাজ্যসভায় পাঠানো নিয়ে কংগ্রেসের অন্দরে যখন জল্পনা চলছে, সেই সময়েই কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি বলেছেন, “প্রিয়াঙ্কা গান্ধীর অবশ্যই রাজ্যসভাতে আসা উচিত। প্রিয়াঙ্কাকে পশ্চিমবঙ্গ থেকেও রাজ্যসভায় পাঠানো যেতে পারে”৷

অধীর বলেছেন,দলের নির্দেশ পেলেই তিনি এই কাজে নেমে পড়তে প্রস্তুত৷” তবে এ ব্যাপারে এখনও দলের কোনও নির্দেশ আসেনি বলেও জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা৷

এর আগে রাজস্থানে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা কংগ্রেস মহাসচিব অবিনাশ পান্ডে বলেন, মধ্যপ্রদেশের কংগ্রেস নেতারাও দাবি তুলেছেন যে, সেখান থেকে প্রিয়াঙ্কাকে রাজ্যসভায় পাঠানো হোক। প্রিয়াঙ্কা রাজ্যসভার সাংসদ হতে রাজি হন কিনা এবং রাজি হলে কোন রাজ্য থেকে তিনি সংসদের উচ্চকক্ষে যাবেন, তাই-ই এখন দেখার ।
