উপহার সিনেমা অগ্নিকাণ্ড: আনসাল ভাইদের শাস্তির মেয়াদ বাড়ানোর আর্জি খারিজ

আপাতত স্বস্তিতে দিল্লির উপহার সিনেমা হলের দুই মালিক সুশীল ও গোপাল আনসাল। ১৯৯৭-এ উপহার সিনেমা হলে আগুন লেগে মারা যান ৫৯ জন। তাদের মধ্যে অনেকে নাবালকও ছিল। সুপ্রিম কোর্টে হলের ২ মালিক সুশীল ও গোপাল আনসালের কারাবাসের মেয়াদ বাড়ানোর আবেদন করেন মৃতদের আত্মীয়রা। বৃহস্পতিবার, সেই আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত।
৩০ কোটি টাকা করে জরিমানা ধার্য করে ২০১৫-তেই আনসাল ভাইদের মুক্তি দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২০১৭ –তে সেই রায়ের পুনর্বিবেচনা করে ৩ বিচারকের এক বেঞ্চ। গোপাল আনসালকে এক বছরের জন্য কারাবাস হলেও, সুশীলের বয়সের কথা বিবেচনা করেই তাঁকে জেলে পাঠানো হয়নি।

আরও পড়ুন-মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ফের পরীক্ষা কেন্দ্রে মুখ্যমন্ত্রী

Previous articleমাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ফের পরীক্ষা কেন্দ্রে মুখ্যমন্ত্রী
Next articleবেআইনি খাদানের অভিযানে গিয়ে আক্রান্ত সরকারি আধিকারিকরা