আমি মুসলিম তোষণ করি না, মানবতা তোষণ করি: মন্তব্য মুখ্যমন্ত্রীর

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভারত সেবাশ্রম সংঘের আচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ের ডাক দিলেন।বৃহস্পতিবার তিনি বলেন, কেউ কেউ বলেন আমি মুসলিম তোষণ করি। আমি সবার সামনে বলতে ভয় পাই না যে, আমি মুসলিম তোষণ করি না। আমি মানবতার তোষণ করি। কারণ, মানবতা মানে সেবা, মানবতা মানে ভালবাসা।আমি সেই সেবা ও ভালোবাসায় বিশ্বাস করি।নিজের নীতি সম্পর্কে ওই মন্তব্য করেন মমতা।
এদিন নাম না করে বিজেপিকে নিশানা করে তাঁর বক্তব্য, “আজকাল কেউ কেউ উদ্ভট ধর্মের কথা বলে। যাদের ভাল লাগবে ওদের তাদের রাখবে, আর যাদের ভাল লাগবে না তাদের বের করে দেবে।আমরা ওই ধর্মের বিশ্বাসী নয়। তাঁর কথায়, অনেকে অনেক কথা বলেন কিন্তু কাজের কাজ করেন না।কিন্তু ভারত সেবাশ্রম সঙ্ঘ যা বলে তা করে দেখায়, এখানেই অন্যদের সঙ্গে তাদের পার্থক্য। আমাকে ষড়যন্ত্র করে শিকাগোর অনুষ্ঠানে যেতে দেওয়া হয়নি বলে তিনি মন্তব্য করেন। ধর্ম নিয়ে রাজনীতি বন্ধের কথাও বলেন তিনি। হিংসা , ভেদাভেদ নয়, মানুষকে ভালবেসে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে।

Previous articleরাজভবনে বৈঠক রাজ্যপাল-শিক্ষামন্ত্রীর: প্রসঙ্গ শিক্ষা
Next articleবকেয়া চেয়ে কেন্দ্রকে চিঠি মুখ্যমন্ত্রীর