আসন্ন কলকাতার পুরভোটে প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে রাজনীতির মূলস্রোতে ফেরাতে দক্ষিণ কলকাতা জুড়ে পোষ্টার। বৃহস্পতিবার রাতে কলকাতার প্রাক্তন মেয়রকে ফেরাতে পোষ্টার মারলেন দক্ষিন কলকাতার বিজেপি কর্মীরা। তাদের আর্জি, কলকাতা পুরসভার ভোটে অবিলম্বে ময়দানে নামুক শোভন চট্টোপাধ্যায়। তিনি নামলেই দক্ষিণ কলকাতায় দলের কর্মীরা চাঙ্গা হবে বলে মনে করছেন বিজেপি কর্মীরা।

বর্তমান মেয়র ফিরাদ হাকিমের আমলে কলকাতা পুরসভার পুর পরিষেবা লাটে উঠেছে বলেও অভিযোগ বিজেপি কর্মীদের। বরং, প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের আমলেই পুর পরিষেবা অনেক উন্নত ছিল বলে মত বিজেপি কর্মীদের একাংশের। তাই পুর পরিষেবা ঠিক রাখতে কলকাতার মেয়র হিসেবে শোভন চট্টোপাধ্যায়কেই প্রয়োজন বলে পোষ্টার মেরেছেন বিজেপি কর্মীরা।


তাঁর সমর্থনে এমন পোষ্টার নিয়ে প্রাক্তন মেয়র অবশ্য কোনও মন্তব্য করতে চাননি। তবে দক্ষিণ কলকাতার বিজেপি কর্মীরা এমন পোষ্টার দিয়ে প্রকাশ্যে বলছেন শোভনবাবু রাস্তায় নামলে কলকাতায় বিজেপির ভালো ফল হবে। তিনি এখনও বিজেপিতে রয়েছেন। তাকে পুরভোটের সময় ময়দানে নামাতে চেষ্টা করুক দলের কেন্দ্রীয় নেতারা। শোভন চট্টোপাধ্যায়ের মান ভাঙাতে পারলেই তৃণমূল বোর্ড ভাঙানো যাবে বলে দক্ষিণ কলকাতার বিজেপি কর্মীরা মনে করছেন।

আরও পড়ুন-গ্রাহকের কাছে চাবি, অথচ লকার থেকে উধাও লক্ষাধিক টাকার গয়না

