করোনা আতঙ্কে চিন, হংকঙে জুন পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ

মারণ নভেল করোনাভাইরাসের আক্রমণে চিনে মৃত্যুসংখ্যা ২ হাজার ছাড়িয়ে গিয়েছে। সংক্রমণের আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বজুড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে রোগের উৎপত্তিস্থল চিনের সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন করেছে বহু দেশ। ভারত সরকারও এদেশের নাগরিকদের এখন চিনে যেতে বারণ করেছে। এই অবস্থায় আগামী ৩০ জুন পর্যন্ত চিন ও হংকঙে কোনও বিমান চলাচল করবে না বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। সংক্রমণের ভয়েই উড়ান বাতিলের সিদ্ধান্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইন্ডিগোর উড়ানও বাতিল হচ্ছে। আগামী ১৪ জুন পর্যন্ত ভারত থেকে চেংগদু ও গুয়াংঝো পর্যন্ত সব উড়ান বাতিল বলে ঘোষণা ইন্ডিগোর। এছাড়া সিঙ্গাপুর এয়ারলাইন্স ও সিল্ক এয়ার সংস্থা দুটি মুম্বই ও কোচি থেকে সিঙ্গাপুরগামী বিমান পরিষেবা মার্চ পর্যন্ত বন্ধ রাখবে।

আরও পড়ুন-দুদিনের বৈঠক নিষ্ফলা, আজও শাহিনবাগে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা