Saturday, January 10, 2026

রানের খরা কোহলির ব্যাটে, আন্তর্জাতিক ক্রিকেটে গত ১৯ ইনিংসে একটাও সেঞ্চুরি নেই !

Date:

Share post:

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে মাত্র ২ রানে শুক্রবার ফিরেছেন বিরাট কোহলি। পরিসংখ্যান বলছে, ২০১৪ সালের পর এ রকম রান-খরা তাঁর কেরিয়ারে প্রথম।চলতি নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি, একদিনের ম্যাচ ও চলতি টেস্ট মিলিয়ে আট ইনিংস খেলে ফেলেছেন ভারত অধিনায়ক। এর মধ্যে মাত্র একটি ইনিংসেই ৫০ পেরিয়েছেন তিনি। এমনকি, আন্তর্জাতিক ক্রিকেটে গত ১৯ ইনিংসে একবারও তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি কোহলি। তাঁর শেষ সেঞ্চুরি এসেছিল গত নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে। গোলাপি বলে দিন-রাতের সেই টেস্টে ১৩৬ রান করেছিলেন তিনি।
শেষ আট ইনিংসে একটা মাত্র হাফ-সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে। কোহলির ক্রিকেট কেরিয়ারে এমন সময় আগেও দু’বার এসেছে। ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর, এই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ২৪ ইনিংসে একবারও সেঞ্চুরি করেননি কোহালি। সেই সময় তাঁর সার্বিক গড়ও কমে গিয়েছিল অনেক। ২০১১ বিশ্বকাপের আগে সব ফরম্যাট মিলিয়ে তাঁর গড় ছিল ৪৮। সেটাই সাত মাস পর কমে দাঁড়ায় ৩৯!এর তিন বছর পর, ২০১৪ সালে কোহালির পারফরমেন্স আরও খারাপ হয়। সেই বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবরের মধ্যে টানা ২৫ ইনিংসে একটাও সেঞ্চুরি আসেনি তাঁর ব্যাট থেকে। সেই সময় ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের ১০ ইনিংসে তিনি করেন মাত্র ১৩৪ রান। অফস্টাম্পের বাইরে জেমস অ্যান্ডারসনের বলে বার বার আউট হয়েছিলেন সেই সময়।
ওয়েলিংটন টেস্টের প্রথম দিন যে ভাবে স্লিপে খোঁচা দিয়ে ফিরলেন, তাতে ক্রিকেটপ্রেমীরা সেই ইংল্যান্ড সফরের ছায়াই দেখতে পাচ্ছেন আর আতঙ্কিত হয়ে উঠছেন।ইডেনে গোলাপি বলের টেস্টের আগে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যেক ছয় ইনিংসে সেঞ্চুরির রেকর্ড ছিল কোহালির। পরের ১৯ ইনিংসে একটা সেঞ্চুরিও আসেনি। যা দুশ্চিন্তা বাড়াচ্ছে। ২০১১ সালের আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র চারটি পঞ্চাশ করেছিলেন তিনি। ২০১৪ সালের সেই কঠিন সময়ে হাফ-সেঞ্চুরির সংখ্যা ছিল ছয়। আর এ বারও, গত ১৯ ইনিংসে ছয় বারের বেশি ৫০ আসেনি তাঁর ব্যাটে।
যদিও কোহলি ফের দুঃসময় কাটিয়ে উঠে স্বমহিমায় ফিরবেন কবে সেই আশায় দিন গুণছেন তাঁর ভক্তরা।


 

spot_img

Related articles

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...