ভাষা দিবসে বিশ্বভারতীর উপাচার্যের বিতর্কিত মন্তব্যে আলোড়ন

“কৃত্রিম ভাবে বেঁচে আছে বিশ্বভারতী।” আজ, শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন স্বয়ং বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎবাবু বলেন, “কৃত্রিম ভাবে বেঁচে আছে বিশ্বভারতী। শ্বাস-প্রশ্বাসও নিচ্ছে কৃত্রিমভাবে। দিল্লিতে গান্ধী জয়ন্তীর অনুষ্ঠানে সাদা টুপি পড়ে কালো কাজ করা মানুষরা শ্রদ্ধা দেখাতে যান। শুধু তাই নয়, গান্ধীজি যেসমস্ত কাজ করতে নিষেধ করতেন, সেগুলিই তাঁরা সারাবছর ধরে করে থাকেনন।”

উপাচর্যের এমন বিতর্কিত মন্তব্যের পর স্বাভাবিকভাবেই শুরু হয়ে গিয়েছে চর্চা।

আরও পড়ুন-দিল্লি থেকে স্বরাষ্ট্রমন্ত্রকের NPR- সংক্রান্ত চিঠি নবান্নে

Previous articleশিবরাত্রিতে তারকেশ্বর যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত শহরের ৩ বাসিন্দা
Next articleরানের খরা কোহলির ব্যাটে, আন্তর্জাতিক ক্রিকেটে গত ১৯ ইনিংসে একটাও সেঞ্চুরি নেই !