ফের ভয়নক পথ দুর্ঘটনা। মহাশিবরাত্রি উপলক্ষে হুগলির তারকেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আসার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
জানা গিয়েছে, শেওড়াফুলি থেকে স্কুটিতে চেপে জল ঢালতে আসার পথে তারকেশ্বর বাগবাড়ি এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হয় ওই তিনজনের। আহতদের তারেকেশ্বর গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতেরা হলেন রাজেশ দাস, অশোক দাস, রাজা দাস। তাঁরা সকলেই কলকাতার আমহার্স্টস্ট্রিট এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন-ভাষা শহিদের মঞ্চে দাঁড়িয়েও এনআরসি!