ডোনাল্ড ট্রাম্পের বেসুরো কথায় ক্রমশ সুর কাটছে তাঁর ভারত সফরে। রীতিমতো কটাক্ষের সুর তাঁর ভাষণে। দেশের মাটিতে দাঁড়িয়ে তিনি বলেছেন, অনেক দিন থেকেই ভারত আমাদের আঘাত করে চলেছে। যা কখনই অভিপ্রেত নয়। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পছন্দ করি। কিন্তু এই সফরে অন্য কথার চাইতে ব্যবসা বানিজ্য নিয়ে কথা হোক, সেটাই আমি চাই। কারণ, ভারতই পৃথিবীতে সবচেয়ে বেশি শুল্ক দেয় ভারতকে।

পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়ামে সভার প্রসঙ্গ তুলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, এক কোটি লোক রাস্তার দুপাশে থাকবেন। কিন্তু ভরা স্টেডিয়াম, বাইরে অপেক্ষমান অসংখ্য মানুষ, সব মিলিয়ে আমাদের অবস্থা চিনা বাদামের মতো হবে। আশা করি এমন পরিস্থিতির মধ্যে পড়তে হবে না।