বসন্তে বর্ষার আগমন  

রাজ্য থেকে বিদায় নিয়েছে শীত। ভ্যাপসা গরম পড়ার সময় এখনও আসেনি। বসন্তের ফুরফুরে হাওয়া উপভোগ করছে রাজ্যবাসী। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বসন্তকালে এবার বর্ষার দেখা মিলবে। আগামী সপ্তাহ থেকেই গোটা রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে বাংলা ও বিহারে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলেই বৃষ্টি হবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ালেই বোঝা যাচ্ছে রোদের তেজ। শুক্রবার হালকা বৃষ্টিপাত দার্জিলিং-এ।

আরও পড়ুন-  ঋষভের শারীরিক অবস্থা আরও সংকটজনক, চিকিৎসায় সাড়া দিব্যাংশুর

Previous articleঋষভের শারীরিক অবস্থা আরও সংকটজনক, চিকিৎসায় সাড়া দিব্যাংশুর
Next articleএকটু ব্যবসার কথা বলুন মোদি! ট্রাম্প