Thursday, May 15, 2025

প্রয়াত কৃষ্ণা বসু। শিক্ষাবিদ, প্রাক্তন সাংসদ, নেতাজি পরিবারের অন্যতম সদস্য কৃষ্ণা বসু শনিবার সকাল ১০.২০ মিনিট মেডিকা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৯। হাসপাতালে সকালেই আসেন তাঁর দুই পুত্র প্রাক্তন সাংসদ, ইতিহাসবিদ সুগত বসু ও রাষ্ট্রবিজ্ঞানী সুমন্ত বসু। ছিলেন মেয়ে শর্মিলাও।

বিগত কয়েক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। ভর্তি হন হাসপাতালে। বিগত চারদিন ধরে তিনি হাসপাতালেই ছিলেন। হৃদযন্ত্রের সমস্যা ছিল। বছর চারেক আগে তাঁর হার্ট অ্যাটাকও হয়। এছাড়া বসয়জনিত অসুস্থতা ছিলই। এদিন সকালে হার্ট অ্যাটাকেই তাঁর মৃত্যু হয়।

নেতাজি পরিবারের অন্যতম সদস্য কৃষ্ণা বসুর স্বামী শিশির বসু। কৃষ্ণার জন্ম ১৯৩০ সালের ২৬ ডিসেম্বর, ঢাকায়। ইংরেজিতে স্নতকোত্তর পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তারপর সিটি কলেজে অধ্যাপনা। পরে এই কলেজের অধ্যক্ষের দায়িত্বও পালন করেন। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি তৃণমূলের সাংসদও নির্বাচিত হন।

তাঁর দেহ দুপুরে শরৎ বোস রোডের বাসভবনে আনা হবে। পরে সেখান থেকে এলগিন রোডে বোস পরিবারের আদি বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে শ্রদ্ধা জ্ঞাপনের পর বিকেলে তাঁর শেষকৃত্য।

Related articles

শক্তি: ঘূর্ণিঝড়ের আশঙ্কাই নেই, জানাল মৌসম ভবন

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ‘সাইক্লোনিক সার্কুলেশন’ নিয়ে গত কয়েকদিন ধরেই উৎকণ্ঠা ছড়িয়েছিল রাজ্যজুড়ে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘শক্তি’ ঘিরে ছিল নানা...

ফিরলেন জওয়ান পূর্ণম! স্বামীর সঙ্গে পাঠানকোটে দেখা করতে যাচ্ছেন স্ত্রী রজনী

২২ দিনের উদ্বেগ, অপেক্ষা এবং স্নায়ুচাপের অবসান ঘটিয়ে অবশেষে সুখবর পৌঁছল হুগলির সাউ পরিবারে। পাকিস্তানে আটকে পড়া বিএসএফ...

দোহায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ মুকেশ আম্বানির, নৈশভোজে কী আলোচনা!

কাতারের (Qatar) দোহায় ফের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trum) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি...

৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানালো হাইকোর্ট

ওয়াকফ (WAQF Issue) অশান্তির পর আপাতত শান্ত নবাবের জেলা। কিন্তু আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই...
Exit mobile version