Friday, May 16, 2025

বাণিজ্য না করার হুমকি দিয়ে ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করার পর এবার এদেশে অ্যাপলের জিনিস উৎপাদন না করার জন্য টিম কুককে প্রস্তাব দিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ভারতের সাধারণত অ্যাপলের আইফোন, আইপ্যাড, ম্যাকবুক ও এয়ারপড তৈরি করা হয়। এবার থেকে এই ধরনের গ্যাজেট ভারতে তৈরি না করার জন্য মার্কিন সংস্থাকে পরামর্শ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। বর্তমানে সৌদিতে রয়েছেন তিনি। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় নিজেই ভারতে অ্যাপলের বাণিজ্য বন্ধের ঘোষণা ট্রাম্পের।

বেশ কিছুদিন ধরে ভারতে অ্যাপলের নতুন কারখানা খোলার জল্পনা শোনা যাচ্ছিল। গত মাসেই শোনা গিয়েছিল অ্যাপেলের সিইও টিম কুক বলেছেন যে আমেরিকায় বিক্রি হওয়া অধিকাংশ আইফোনই ভারতে তৈরি। কিন্তু এবার ট্রাম্প বললেন, ভারত নিজে নিজেরটা বুঝে নিতে পারবে। তিনি টিম কুককে স্পষ্ট বলেন, “আপনি যদি ভারতের দেখভাল করতে চান, তা হলে সে দেশে জিনিস বানাতে পারেন। কারণ, বিশ্বের সবচেয়ে চড়া হারে শুল্ক নেওয়া দেশগুলির মধ্যে একটি ভারত। তাই ভারতে জিনিসপত্র বিক্রি করা খুব কঠিন।” এদিন ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির প্রসঙ্গও উঠে আসে। তাঁর দাবি, ভারত থেকে নাকি নিঃশুল্ক বাণিজ্যচুক্তির প্রস্তাব পেয়েছিল আমেরিকা! যদিও ভারতের তরফে এখনও প্রতিক্রিয়া মেলেনি। যেভাবে ভারত – পাক সংঘর্ষের আবহে মধ্যস্থতার মাধ্যমে দুদেশে শান্তি ফেরানোর কৃতিত্ব জাহির করেছেন ট্রাম্প, বাণিজ্য না করার হুমকি দিতেই শত্রুদেশকে প্রত্যাঘাত করা থেকে পিছিয়ে এসেছে মোদি সরকার, তারপর এভাবে ভারতে অ্যাপলের ব্যবসা বন্ধ হওয়ায় ফের ট্রাম্পের দুমুখো চরিত্র সামনে এসে গেল বলে মনে করা হচ্ছে।

 

Related articles

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...

শক্তি: ঘূর্ণিঝড়ের আশঙ্কাই নেই, জানাল মৌসম ভবন

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ‘সাইক্লোনিক সার্কুলেশন’ নিয়ে গত কয়েকদিন ধরেই উৎকণ্ঠা ছড়িয়েছিল রাজ্যজুড়ে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘শক্তি’ ঘিরে ছিল নানা...
Exit mobile version