Wednesday, November 12, 2025

আর্শাদের সঙ্গে সম্পর্ক আগের মতো থাকবে নাঃ নীরজ চোপড়া

Date:

আর্শাদ নাদিমকে(Arshad Nadeem) নিয়ে এবার বিরাট বার্তা দিলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া(Neeraj Chopra)। আর্শাদ নাদিমের সঙ্গে তাঁর যতটুকু সম্পর্ক ছিল, ভারত-পাক এই অশান্তির পর সেটুকুও আর থাকবে না বলেই স্পষ্ট জানিয়ে দিলেন ভারতেরক তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া(Neeraj Chopra)। এই মুহূর্তে দোহায় নিজের নামাঙ্কিত জ্যাভলিন প্রতিযোগিতায় রয়েছেন নীরজ চোপড়া। সেখান থেকেই নাদিমকে নিয়ে এই বার্তা দিয়েছেন তিনি।

শেষবারের অলিম্পিকে পাকিস্তানের এই আর্শাদ নাদিমের কাছেই হারতে হয়েছিল নীরজ চোপড়াকে। সেই থেকেই দুজনের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল। সেই সম্পর্কটাও যে এবার আর থাকবে না তা কার্যত নিশ্চিত করে দিলেন নীরজ চোপড়া নিজেই। পহেলগামে নৃশংশ ঘটনা হওয়ার পর সম্প্রতি দুই দেশের মধ্যে অশান্তি যে চরম পর্যায়ে পৌঁছেছিল তারপর আর আর্শাদের সঙ্গে সম্পর্ক থাকা সম্ভব নয় বলেই জানিয়ে দিলেন নীরজ।

নীরজ চোপড়া জানিয়েছেন, “একটা জিনিস পরিস্কার করে দিতে চাই আমার সঙ্গে আর্শাদের কখনোই ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল না। হ্যাঁ আমরা দুজনেই খেলোয়াড় সেই কারণে মাঝেমধ্যে কথাবার্তা বলি। অ্যাথলেটিক্স জগতের এবং তার বাইরেও বহু লোকের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। তাছাড়া কেউ আমার সঙ্গে সম্মান দিয়ে কথা বললেস আমিও তাঁর সঙ্গে ভালোভাবে কথা বলি। এখন যা অবস্থা তাতে আমাদের সম্পর্কটা আর আগের মতো থাকবে না”।

পহেলগাম ঘটনার পরই চূড়ান্ত সমালোচনার সামনে পড়েছিল নীরজ চোপড়া। নীরজের নামাঙ্কিত প্রতিযোগিতায় আর্শাদকে আমন্ত্রন জানানোর পরই চূড়ান্ত বিতর্ক হয়েছিল তাঁকে নিয়ে। এরপরই অবশ্য সকলের সামনেই নিজের কথা জানিয়েছিলেন নীরজ চোপড়া।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version