Monday, November 17, 2025

দিনক্ষণ ঘোষণা না হতেই পুরভোটের প্রার্থী নিয়ে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব!

Date:

পুর নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু শিলিগুড়িতে ইতিমধ্যেই সব দল কোমর বেঁধে নেমেছে। প্রার্থী নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে। আর তারই প্রতিফলন রবিবার সকালে। রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের বাড়ির সামনে বিক্ষোভে সামিল ৪০নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাঁদের দাবি, ওই ওয়ার্ডে সত্যজিৎ অধিকারীকেই ফের তৃণমূলের প্রার্থী করতে হবে। এই মর্মে প্ল্যাকার্ডও নিয়ে যান তাঁরা। সত্যজিৎ এলাকায় ‘ভাইজান’ বলে পরিচিত। কিন্তু এটা কোনও ভাবেই মেনে নিতে পারছেন না গৌতম দেব। তবে, বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের দাবি শোনেন তিনি। পরে সাংবাদিকদের পর্যটনমন্ত্রী বলেন, “এটা কোনও পদ্ধতি নয়। এসব কথা বলার জন্য দলীয় দফতর রয়েছে। বিষয়টি নিয়ে আমি কাউন্সিলরের সঙ্গেও কথা বলব। উনি পাঠিয়েছেন কি না জানি না। তবে ওনার নামেই স্লোগান দিচ্ছিল সকলে”। প্রার্থী নিয়ে দলীয় স্তরে কোনও আলোচনাই হয়নি বলে জানিয়েছেন গৌতম দেব।
তৃণমূলের জেলা সভাপতি তথা পুরসভার বিরোধী দলনেতা রঞ্জন সরকার জানান, তাঁর বাড়িতেও দাবি নিয়ে গিয়েছিলেন বাসিন্দারা। তিনি বলেন, প্রতি ওয়ার্ড থেকে যদি ২-৩ জন করে দাঁড়াতে চান তা একপক্ষে স্বাস্থ্যকর। কারণ, অন্য রাজনৈতিকদল প্রার্থী খুঁজেই পাচ্ছে না। তবে, দাবি নিয়ে দলের অন্দরে আলোচনা হবে বলে জানান রঞ্জন সরকার। পুরনির্বাচনে রাজ্যের শাসকদলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে কি না তার দিকে নজর রেখেছেন শীর্ষ নেতৃত্ব।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version