Friday, August 22, 2025

দিনক্ষণ ঘোষণা না হতেই পুরভোটের প্রার্থী নিয়ে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব!

Date:

পুর নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু শিলিগুড়িতে ইতিমধ্যেই সব দল কোমর বেঁধে নেমেছে। প্রার্থী নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে। আর তারই প্রতিফলন রবিবার সকালে। রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের বাড়ির সামনে বিক্ষোভে সামিল ৪০নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাঁদের দাবি, ওই ওয়ার্ডে সত্যজিৎ অধিকারীকেই ফের তৃণমূলের প্রার্থী করতে হবে। এই মর্মে প্ল্যাকার্ডও নিয়ে যান তাঁরা। সত্যজিৎ এলাকায় ‘ভাইজান’ বলে পরিচিত। কিন্তু এটা কোনও ভাবেই মেনে নিতে পারছেন না গৌতম দেব। তবে, বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের দাবি শোনেন তিনি। পরে সাংবাদিকদের পর্যটনমন্ত্রী বলেন, “এটা কোনও পদ্ধতি নয়। এসব কথা বলার জন্য দলীয় দফতর রয়েছে। বিষয়টি নিয়ে আমি কাউন্সিলরের সঙ্গেও কথা বলব। উনি পাঠিয়েছেন কি না জানি না। তবে ওনার নামেই স্লোগান দিচ্ছিল সকলে”। প্রার্থী নিয়ে দলীয় স্তরে কোনও আলোচনাই হয়নি বলে জানিয়েছেন গৌতম দেব।
তৃণমূলের জেলা সভাপতি তথা পুরসভার বিরোধী দলনেতা রঞ্জন সরকার জানান, তাঁর বাড়িতেও দাবি নিয়ে গিয়েছিলেন বাসিন্দারা। তিনি বলেন, প্রতি ওয়ার্ড থেকে যদি ২-৩ জন করে দাঁড়াতে চান তা একপক্ষে স্বাস্থ্যকর। কারণ, অন্য রাজনৈতিকদল প্রার্থী খুঁজেই পাচ্ছে না। তবে, দাবি নিয়ে দলের অন্দরে আলোচনা হবে বলে জানান রঞ্জন সরকার। পুরনির্বাচনে রাজ্যের শাসকদলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে কি না তার দিকে নজর রেখেছেন শীর্ষ নেতৃত্ব।

Related articles

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...

কৌশিকী অমাবস্যার প্রার্থনায় ফললাভ, তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগমে জোরদার নিরাপত্তা 

আদ্যাশক্তির বিশেষ প্রকাশে খুলে যাবে স্বর্গ নরকের দরজা! আজ কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) সাধক থেকে পুণ্যার্থী, পর্যটক থেকে...
Exit mobile version