Tuesday, November 18, 2025

দীর্ঘ ৭১ বছর পর মিলল কিংবদন্তী ডন ব্র্যাডম্যানের খেলার রঙিন ভিডিও

Date:

বিশ্ব ক্রিকেটের মাইলস্টোন ডন ব্র্যাডম্যান। সেই ব্র্যাডম্যানের খেলার কোনও রঙিন ছবি বা ভিডিও এতদিন ছিল না। কিন্তু ৭১ বছর পর সেই কিংবদন্তীর খেলার রঙিন ভিডিও পাওয়া গেল। এই ছবি সামনে আনল অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফিল্ম অ্যান্ড সাউন্ড আর্কাইভ । এই সংস্থার ওয়েব সাইটে ব্র্যাডম্যানের একমাত্র রঙিন ছবিটি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এএফ কিপ্পাক্স বনাম ডব্লুএ ওল্ডফিল্ডের খেলার ভিডিও। ছবিটি তোলা হয়েছিল ১৯৪৯-এর ২৬ ফেব্রুয়ারি।

১৬এমএম-এর রঙিন এই ফুটেজ মনে করা হচ্ছে জর্জ হবসের তোলা। সেই সময় যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডিপার্টমেন্ট অব ইনফর্মেশনে কাজ করতেন এবং পরবর্তী সময়ে এবিসি টিভিতে। জানিয়েছে এনএফএসএ।

৬৬ সেকেন্ডের সেই ভিডিওতে কোনও শব্দ নেই। কিন্তু সেখানে দেখা যাচ্ছে এসসিজির ৪১ হাজারের ভর্তি গ্যালারি । শনিবারের দুপুরে সেখানেই শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন জন ব্র্যাডম্যান।

যদিও তিনি শেষ টেস্ট সিরিজ খেলেছিলেন ইংল্যান্ডে ১৯৪৮-এ। কিন্তু তার পর আরও তিনটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন তিনি। তাঁর নিজের সেই ম্যাচটি তিনি খেলেছিলেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৯৪৮-এ। যেখানে ব্র্যাডম্যান তাঁর শেষ প্রথমশ্রেনীর ক্রিকেটে সেঞ্চুরিটি করেছিলেন।

২০ বছরের বেশি সময় ধরে তিনি ক্রিকেট খেলেছেন। তার মধ্যে তিনি ৫২টি টেস্ট ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে যেখানে তিনি ৬৯৯৬ রান করেন, যার গড় ৯৯.৯৪। ২৯টি সেঞ্চুরি করেন তিনি।

 

 

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version