নেতাজি ইন্ডোরে ২ মার্চ দলীয় বৈঠক সেরে জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী। আগামী ৩ মার্চ উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জে প্রশাসনিক বৈঠক করতে পারেন মমতা। ৪ মার্চ মালদায় কর্মিসভা করবেন। মালদা তৃণমূলের সাংগঠনিক রদবদল হওয়ার সম্ভবনা রয়েছে। মালদার জেলা তৃণমূল নেতৃত্বর কাজকর্ম নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব অনেক দিন ধরেই সন্তুষ্ট নয়। লোকসভা নির্বাচনেও এই জেলায় তৃণমূলের ফলাফল ভালো হয়নি। এই পরিস্থিতিতে মালদা জেলা তৃণমূলের শীর্ষ সাংগঠনিক পদগুলিতে অদলবদল হতে পারে। আগামী ৫ মার্চ পুরুলিয়ায় যেতে পারেন মমতা।
