ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে ইতিমধ্যেই আহমেদাবাদ পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে নিজের টুইটার হ্যান্ডেলে মোদি লেখেন, আসার অপেক্ষায় রয়েছে দেশ। মার্কিন প্রেসিডেন্টও জানান ভারতে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। হিন্দিতে টুইট করে জানান ডোনাল্ড ট্রাম্প। তাঁকে স্বাগত জানাতে আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে রাস্তার দুই ধারে প্রস্তুত রয়েছেন সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষ।