Monday, August 25, 2025

নাম না করে আপ-কে অশালীন আক্রমণ, দলেই ভর্ৎসনার মুখে সেলিম-পুত্র

Date:

স্যোশাল মিডিয়ায় কটূক্তি করায় দলের মধ্যেই ভর্ৎসনার মুখে সিপিআইএম নেতা মহম্মদ সেলিমের বড় ছেলে রাসেল আজিজ। সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনের জেরে রবিবার থেকেই উত্তপ্ত উত্তর-পূর্ব দিল্লির পরিস্থিতি। সোমবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যেই তুমুল উত্তেজনা ছড়ায় মৌজপুরে। নাম না করে দিল্লির অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে আম আদমি পার্টির বিরুদ্ধে অশালীন ভাষায় নিজের ফেসবুক পোস্ট করেন রাসেল। সেই পোস্টেই পাল্টা জবাব দেন সিপিআইএমের আরএক পলিটব্যুরোর সদস্য নীলোৎপল বসু। সরাসরি লেখেন, “তোর কোনও বাস্তব ধারণা থাকলে, এটা ফোকাস হোতো না! গত দু’তিন মাসের নিরবিচ্ছিন্ন ঘৃণার রাজনীতির ফল এটা। সঙ্গে পুলিশের ভূমিকা , দাঙ্গাবাজদের পক্ষে। জেএনইউ, জামিয়া , শাহীন বাগ– সব জায়গাতেই একই প্যাটার্ন । সে সব বাদ দিয়ে যারা অপরাধী তাদের বিরুদ্ধে ফোকাস না করাটা অন্যায় , রাজনৈতিক ভুল।” বর্ষীয়ান বাম নেতার মতে, সেলিম পুত্রের এই পোস্টে বিজেপির লক্ষ্যই সফল হয়েছে। কারণ, এতে আক্রমণের তির গিয়েছে আপের বিরুদ্ধে।

দিল্লির আইনশৃঙ্খলার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রকের। সেই কারণে, দিল্লির অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য বিরোধীরা অমিত শাহের ব্যর্থতাকে টার্গেট করতে চাইছে। এই পরিস্থিতি আজিজের এই ধরনের পোস্ট বিজেপিকেই স্বস্তি দিচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, মহম্মদ সেলিমের মতো সুবক্তার পুত্রের এই ধরনের অশ্লীলভাষার পোস্ট ঘিরেও সমালোচনা শুরু হয়েছে।

কেজরিওয়ালের দিল্লি জয়কে অভিনন্দন জানিয়েছিলেন বাম নেতৃত্ব। বিজেপি-কে আটকানোর জন্য সাধুবাদ দিয়েছিলেন সীতারাম ইয়েচুরিরা। আলিমুদ্দিনের নেতারাও বিজেপি ও তৃণমূলকে এক আসনে বসিয়েই আক্রমণ শানান। এই পরিস্থিতিতে নাম না করে আপ সরকারকে আজিজের আক্রমণ বাম নেতৃত্বকেই কার্যত অস্বস্তিতে ফেলেছে বলে মত রাজনৈতিক মহল।

আরও পড়ুন-পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে শান্তি মিছিলের প্রস্তাব কেজরিওয়ালের

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version