‘‘যারা আফজল গুরুকে সন্ত্রাসবাদী বলে মনে করে না, তাঁরা আমাকে বলছে সন্ত্রাসবাদী।’’ রাজধানীর অশান্ত পরিস্থিতিতে কপিল মিশ্রকে দায়ী করায় এই প্রতিক্রিয়া দিলেন তিনি। বুধবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করেন বিজেপি নেতা।
দিল্লিতে বিধানসভা ভোটের প্রচারের সময় একাধিকবার উস্কানিমূলক মন্তব্য করেন কপিল মিশ্র। শাহিনবাগকে তিনি বলেছিলেন ‘মিনি পাকিস্তান’। তাঁর মন্তব্যকে ‘সাম্প্রদায়িক উস্কানিমূলক’ বলে মনে করেছে নির্বাচন কমিশন। এমনকী ৪৮ ঘণ্টা তাঁর প্রচার বন্ধ করে দেওয়া হয়।
जिन्होंने कभी बुरहान वानी और अफ़ज़ल गुरु तक को आतंकवादी नहीं माना
वो कपिल मिश्रा को आतंकवादी बता रहे हैं
जो याकूब मेनन , उमर खालिद और शरजील इस्लाम को रिहा करवाने कोर्ट जाते हैं
वो कपिल मिश्रा को गिरफ्तार करने की माँग कर रहे हैं
जय श्री राम
— Kapil Mishra (@KapilMishra_IND) February 26, 2020
এদিনের টুইটে তিনি আরও লেখেন, “যারা ইয়াকুব মেমন, উমর খালিদ এবং শারজিল ইমামের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল। তাঁদের মুক্তি দিতে বলেছিল, তারাই এখন চাইছে কপিল মিশ্রকে গ্রেফতার করা হোক। শাহিনবাগের মাধ্যমে আমাদের দেশে পাকিস্তান তৈরি হয়েছে। দিল্লির শাহিনবাগ, চাঁদবাগ ও ইন্দ্রলোক অঞ্চলে তৈরি হয়েছে মিনি পাকিস্তান। ওই সব জায়গায় আইন-শৃঙ্খলা নেই। পাকিস্তানি দাঙ্গাবাজরা রাস্তাগুলো দখল করে নিয়েছে।’’
আরও পড়ুন-মোদির প্রশংসা করায় অরুণ মিশ্রকে কী বলল বার অ্যাসোসিয়েশন!