Monday, November 10, 2025

করোনাভাইরাস ছড়িয়েছে চিনের বাইরেও, আক্রান্ত কমপক্ষে ৮০ হাজার

Date:

করোনাভাইরাসে চিনে বাড়ছে মৃতের সংখ্যা। একই সঙ্গে ভাইরাস ছড়াচ্ছে চিনের বাইরেও। এখনও পর্যন্ত বিশ্ব জুড়ে চিন বাদে ৪০ জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে। চিনে মৃতের সংখ্যা কমপক্ষে ৩ হাজার। এই মারণ ভাইরাস সামাল দেওয়া যাচ্ছে না কোনও ভাবে।

নতুন করে মঙ্গলবার চিনে আরও ৪০৬ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে ৪০১ জনই হুবেই প্রদেশের বাসিন্দা। এক দিনে প্রাণ হারিয়েছেন অন্তত ৫২ জন। মৃতেরা সকলেই উহান শহরের বাসিন্দা। এই নিয়ে চিনে সরকারি ভাবে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,৭১৫ জন। আক্রান্ত ৭৮ হাজার ৬৪ জন।

এই অবস্থায় চিন্তার ভাঁজ পরছে অন্য একটি বিষয় নিয়ে। চিনের বাইরে ক্রমশও বেড়ে চলছে এই ভাইরাসের সংক্রমণের হার। এত দিন শুধু চিনে এই রোগ ছড়াচ্ছিল, কিন্তু এবার বাইরেও আতঙ্ক সৃষ্টি করেছে করোনা। চিনের মূল ভূখণ্ডের বাইরে দক্ষিণ কোরিয়ায় এই রোগে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। মারা গিয়েছেন অন্তত ১১ জন। চিনের বাইরে সর্বাধিক মৃত্যু হয়েছে ইরানে। সেখানে মারা গেছেন অন্তত ১৬ জন, আক্রান্ত ৯৫। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৮০ হাজার ৯৬৭ জন।
ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯৩ জন, মৃতের সংখ্যা ১১ জন। হংকংয়ে আক্রান্ত ৮৫, মৃত্যু ২ জনের। জাপানে আক্রান্ত ১৫৯, মৃত ১। সিঙ্গাপুরে ৯১ জন আক্রান্ত। আমেরিকায় ৫৩ জনের শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছে। ৬১ বছর বয়সি এক ব্যক্তির প্রাথমিক পরীক্ষায় নতুন করোনভাইরাস শনাক্ত হয়েছে ব্রাজিলে। তিনি ইতালি থেকে সদ্য ফিরেছেন। এছাড়া নতুন ভাইরাস ধরা পড়েছে জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে রাখা জাহাজ ডায়মন্ড প্রিন্সেসের ৬৯১ যাত্রীর শরীরে। চার যাত্রী মারা গিয়েছেন বলে সূত্রের খবর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র মতে, এখন পর্যন্ত অন্তত ৪৩টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।
হু-এর তরফে জানানো হয়েছে, এই ভাইরাস নিয়ে কেউ তথ্য যেন গোপন না রাখে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ারই এক নাগরিককে নিয়ে আড়াল করার অভিযোগ উঠেছে সেখানকার স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে। বলা হচ্ছে, বহু সংক্রমণের তথ্য চেপে রাখার চেষ্টা করছে তারা। ইতিমধ্যেই কাউকে কিছু জানতে না দিয়ে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে কয়েকশো মানুষকে।

আরও পড়ুন-আমার ভাই ও বোনেদের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছি”, টুইট-বার্তা প্রধানমন্ত্রী’র

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version