Wednesday, November 5, 2025

তাপস পাল নেই, মন খারাপ মহিষাদল রাজবাড়ির

Date:

Share post:

পরিচিতি লাভ করেছিলেন চলচ্চিত্র জগৎ দিয়ে। জীবনের মাঝপথে রাজনীতিতে এসে কিছুটা বিতর্কিত হলেও টলিউডে তাঁর খ্যাতি বা জনপ্রিয়তা কোনও অংশেই কমেনি।
তিনি তাপস পাল। আজ নেই। আর তাই তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হল মহিষাদলের রাজপরিবার।

রাজবাড়ির অন্দরে-অলিগলিতে তিনি ছবির শুটিং করতে গিয়ে ঘুরে বেরিয়ে ছিলেন। বেশকটা দিন কাটিয়েও ছিলেন এই বাড়িতেই। আর তখনই পরিচয় হয় রাজবাড়ির সদস্য ও পরিচারিকাদের সঙ্গে। সেদিন প্রিয় অভিনেতার মৃত্যুর খবর এসে পৌঁছাতেই শোকস্তব্ধ হয়ে যায় গোটা রাজবাড়ি।

প্রয়াত অভিনেতার বেশ কয়েকটি সিনেমায় আজও সাক্ষী রয়েছে মহিষাদল রাজবাড়ি। সালটা ২০১২। সে সময় রাজীব কুমার বিশ্বাস পরিচালিত বাংলা সিনেমা ‘খোকা ৪২০’-এর শুটিং হয় রাজবাড়িতে। সিনেমায় তিনি দেবের বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন। টাইট সিডিউল থাকায় কলকাতায় ফিরে না গিয়ে রাজবাড়িতে থেকেই টানা কয়েক দিন শুটিং সেরেছিলেন।

পরে ২০১৩ সালে এই রাজবাড়িতেই শুটিং হয় তাপস পাল অভিনিত খিলাড়ি সিনেমারও। সে সময় গ্রামে বহু দূর-দূরান্ত থেকে অভিনেতাকে দেখতে প্রতিদিনই রাজবাড়ি চত্বরে ভিড় জমাতেন এলাকার বাসিন্দারা। অভিনেতা হওয়া সত্ত্বেও সে সময় তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছিলেন নিবিড় ভাবে। আবার প্রযোজককে অনুরোধ করে এলাকার একাধিক মহিলাকে সুযোগ করে দিয়েছিলেন সিনেমায় অভিনয়ের। যার ফলে মহিষাদলবাসীর বহু মানুষের কাছে তাপস পাল আজও সুখস্মৃতির স্মৃতির সাক্ষী। স্বপ্নের ফেরিওয়ালা।

প্রায় দুই পুরুষ ধরে মহিষাদল রাজবাড়িতে পরিচারিকার কাজ করে চলেছেন স্থানীয় বাসিন্দা স্বপন চক্রবর্তীর পরিবার। তাপস পালের শুটিংয়ের সময় রাজবাড়ির তরফ থেকে সর্বক্ষণের সঙ্গী ছিলেন তিনি। তাই তাপস পালকে ঘিরে স্মৃতিটা অনেক বেশি । কয়েকদিনের সঙ্গীর মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ তিনিও জানান, “রাজ পরিবারের সঙ্গে তাপসবাবুর একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। যে কারণে উনি রাজবাড়ির দোতালায় থাকতেন। এখানে আসার আগে শুনেছিলাম উনি খুব অহংকারী। একসঙ্গে থাকার সুযোগ পেয়ে বুঝতে পারলাম উনি খুব সহজ-সরল একটা মানুষ। দীর্ঘদিন শারীরিক ভাবে অসুস্থ থাকার পর চলে যাওয়ার খবরটা পেয়ে খুব খারাপ লাগছে।”

তাপস পালের হাত ধরেই সিনেমায় প্রথম অভিনয় করার সুযোগ পেয়েছিলেন মহিষাদলের বাসিন্দা পাপিয়া গুমট‍্যা। তাপস পালের মৃত্যু মেনে নিতে পারেননি তিনিও। তাঁর কথায়, “উনি যখন মহিষাদলে এসেছিলেন তখন একবার আমি ওনার সঙ্গে নাচ করার সুযোগ পেয়েছিলাম । সে সময় উনি খুব খোলামেলাভাবেই আমাদের সঙ্গে মিশে ছিলেন। ওনার মৃত্যু মন থেকে মেনে নিতে কষ্ট হচ্ছে।”

রাজপরিবারের সদস্য হরপ্রসাদ গর্গ জানিয়েছেন, “পারিবারিক সম্পর্ক থাকার কারণে ওনাকে আমরা দীর্ঘদিন ধরেই চিনতাম। দাদার কীর্তির মতো সিনেমা স্রষ্ঠা এভাবে চলে যাবে ভাবতেই পারছি না।”

আরও পড়ুন-জিএসটি ক্ষতিপূরণ মিলবে তো! চিন্তায় রাজ্য

spot_img

Related articles

SIR-NRC আতঙ্কে আত্মহত্যা ভাঙড়ে, পরিবারের পাশে শওকত মোল্লা

ফের এসআইআর-এনআরসি(SIR-NRC) আতঙ্কে আত্মহত্যা। ভাঙড়ে(Bhangar) মৃতের সফিকুল গাজি(Safikul gazi)। বুধবার সকালে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। কান্নায়...

কেন্টাকির লুইসভিলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!

টেক অফের সময় বিপত্তি, ইউপিএস কার্গো বিমানে (UPS Cargo Flight) হঠাৎ বিস্ফোরণ! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই ম্যাকডোনেল ডগলাস...

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...