কখনও মাশরুম চাষ। আবার জৈবসার প্রয়োগ করে সবজি চাষ করছেন কখনও। কখনও তারা ব্যস্ত থাকেন সরকারি অফিসের কর্মচারীদের জন্য ন্যয্য মূলে স্বাস্থ্যকর ও মুখরোচক খাবার তৈরি নিয়ে । অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছোটদের জন্য পুষ্টিকর লাড্ডু তৈরির কাজও করেন কেউ কেউ ।সন্ধ্যা কুইরি, সুলতানা খাতুন, অষ্টমী বাউরি, নুরজাহান খাতুন- সবাই জীবনযুদ্ধে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন নিরন্তর । শুধু নিজেদের পরিবারে স্বাচ্ছন্দ্য আনাই নয়, পুরুলিয়ার পাড়া ব্লকের প্রায় আড়াই হাজার মহিলাকে স্বনির্ভর হওয়ার পথ দেখিয়েছেন ওঁরা। এরই স্বীকৃতিতে এ বছর আন্তর্জাতিক নারীদিবসে আনন্দময়ী মহিলা স্বনির্ভর সংঘ সমবায় সমিতির সদস্যাদের পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক। এই পুরস্কার তাদের আরও বেশি উৎসাহিত করবে বলে মনে করছে মন্ত্রক।
আন্তর্জাতিক নারীদিবসে পুরুলিয়ার আনন্দময়ী মহিলা স্বনির্ভর সংঘ সমবায় সমিতি পাচ্ছে স্বীকৃতি
Date:
Share post: