Sunday, May 4, 2025

খোদ পুলিশের হাত থেকেই হাতকড়া পরা অবস্থায় আদালতের সামনে থেকে পালিয়ে গেলেন অভিযুক্ত। তাঁর খোঁজে নাজেহাল পুলিশ। পরে কলেজ ছাত্রদের সাহায্যে শহরের বাইরে থেকে গ্রেফতার করা হয় তাঁকে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে সিউড়ি থানার হাটজন বাজার কলোনির বাসিন্দা সজল চক্রবর্তীকে মাদক বিক্রির সময় হাতে নাতে ধরে পুলিশ। তাঁকে মাদক মামলায় গ্রেফতার করে সিউড়ি থানার পুলিশ ।
ধৃত সজল চক্রবর্তীকে বুধবার সিউড়ি জেলা আদালতের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের কোর্টে তোলার জন্য রওনা হয় পুলিশ। আদালতে পৌঁছানোর পর এজলাসের সামনে থেকেই হাতকড়া পরা অবস্থায় পুলিশের সামনে গা ঢাকা দেন সজল। অন্যান্য অভিযুক্তদের মধ্যে থেকে হঠাৎ একজন পালিয়ে যাওয়ার ঘটনা যখন পুলিশের নজরে আসে ততক্ষণে আদালত চত্বরে সীমানার বাইরে পালিয়ে যান অভিযুক্ত।
শুরু হয় খোঁজ। পুলিশকর্মী মীর আলম হোসেন মোটরসাইকেল নিয়ে একাই ধাওয়া করেন। স্থানীয় দের কথায়, ‘‘যেহেতু হাতে হাতকড়া ছিল তাই অনেকেরই নজরে আসে একজন অভিযুক্ত ছুটে পালাচ্ছে।’’
কোর্ট থেকে প্রায় তিন কিমি দূরে শহরের বাইরে জাতীয় সড়ক ধরে ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাস-এ ঢুকে পড়েন অভিযুক্ত। কলেজ ক্যান্টিনের পাশে একটি ঝোপে ঢুকে যান। ছাত্ররা একজন লোককে লুকোতে দেখে এগিয়ে আসে। ততক্ষণে পুলিশ কর্মী মীর আলম হোসেন বাইক নিয়ে পৌঁছে যান ওই চত্বরে। এদিকে কলেজের পডুয়ারা ঘিরে ধরে অভিযুক্তকে। ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রদের সাহায্যে শেষমেষ পলাতকের নাগাল পান পুলিশকর্মী। হাতকড়া দিয়ে বাইকের সঙ্গে তালা লাগিয়ে বাইকে চাপিয়েই ফের আসামী নিয়ে আসা হয় কোর্টে।
সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘মাদক মামলায় গ্রেফতার এক আসামীকে এদিন আদালতে তোলার সময় পুলিশি ব্যবস্থার শিথিলতার কারণে হ্যান্ড কাপ পরা অবস্থায় সজল চক্রবর্তী নামে এক অভিযুক্ত পালিয়ে যান। তাঁকে তিন কিলোমিটার দূর থেকে পুলিশ আবার ধরে নিয়ে এসে আদালতে হাজির করেছে।”

আরও পড়ুন-ফের পুলিশ হেফাজতে পোলবার পুলকার চালক

Related articles

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...
Exit mobile version