ট্রান্সজেন্ডারদের জন্য প্রথম ক্লিনিকের উদ্বোধন পিয়ারলেস হাসপাতালে

কোনও সংকোচ নয়। এবার থেকে আর ‘অন্যরকম দৃষ্টি’-র শিকারও হতে হবে না তাঁদের। পিয়ারলেস হাসপাতালের উদ্যোগে ট্রান্সজেন্ডারদের জন্য তৈরি হল আলাদা ক্লিনিক। যেখানে তাঁরা নিজেদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য সম্পর্কে খোলামেলা আলোচনা করতে পারবেন। এই ক্লিনিকের নাম অন্তর।


বৃহস্পতিবার পিয়ারলেস হাসপাতালে এই ক্লিনিকের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডা. শশী পাঁজা। তিনি বলেন, ‘‘পিয়ারলেস হাসপাতালের এই উদ্যোগ অভিনব। শুভেচ্ছা জানাচ্ছি। এই উদ্যোগকে শুভেচ্ছা জানিয়েছে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’’ একটি    স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রান্ত কথা’ এই ক্লিনিক তৈরিতে উদ্যোগ নিয়েছিল। ট্রান্সজেন্ডার আন্দোলনকারী রঞ্জিতা সিনহা বলেন, ‘‘এই উদ্যোগের জন্য অনেক দিনের লড়াই ছিল। সংবিধানে যেসব অধিকারের কথা বলা আছে, সেখানে রূপান্তরকামীদের স্বাস্থ্য-শিক্ষার অধিকারের কথা নেই। আমাদের একটা স্বপ্নের প্রোজেক্ট বাস্তবে পরিণত হতে চলেছে। যেসব মানুষ যৌনতার দিক থেকে প্রান্তিক তাঁরা নিজেদের মানসিক ,শারীরিক বিষয় নিয়ে মন খুলে কথা বলতে পারবে। চিকিৎসা করাতে পারবে।’’

আরও পড়ুন-দেখুন: দেবব্রত বিশ্বাসের বাড়িতে তাঁর স্মৃতিমাখা কাফে থেকে সম্প্রচার

Previous articleদেখুন: দেবব্রত বিশ্বাসের বাড়িতে তাঁর স্মৃতিমাখা কাফে থেকে সম্প্রচার
Next articleরথের আগেই শেষ হবে মাহেশের মন্দির সংস্কারের কাজ, আশাবাদী ইন্দ্রনীল