রথের আগেই শেষ হবে মাহেশের মন্দির সংস্কারের কাজ, আশাবাদী ইন্দ্রনীল

শ্রীরামপুরে মাহেশের জগন্নাথ মন্দিরকে হেরিটেজ হিসেবে ঘোষণার দাবি করেন ওই জেলার মানুষ। এই দাবি মেনে নিয়ে রাজ্য সরকার ২০১৭ সালে ঐতিহাসিক এই মন্দির হেরিটেজের আওতায় আনে। এর সঙ্গে ৪টি স্থানকে নতুন রূপদান, জগন্নাথ মন্দির সহ জগন্নাথ ঘাট, নাট মন্দির ও মন্দির সংলগ্ন জি টি রোডের উপর একটি তোরণ করা হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে পর্যটন দফতর। এদিন শ্রীরামপুরের মহকুমাশাসকের দফতরে মহকুমাশাসক সম্রাট চক্রবর্তী ও বিভিন্ন পুর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী ইন্দ্রাণীল সেন।

দফায় দফায় এর জন্য টাকাও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন দ্রুত গতিতে কাজ চলার পর কোনও এক অজানা কারণে কাজের গতিতে ছেদ পরে। এর জন্য সমাচলোনার মুখে পড়েতে হয়েছে প্রশাসনকে। ফের কাজ হওয়ায় আগামী রথযাত্রার আগেই কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী ইন্দ্রনীল সেন।

আরও পড়ুন-বাড়ি ফিরছে দিব্যাংশু

Previous articleট্রান্সজেন্ডারদের জন্য প্রথম ক্লিনিকের উদ্বোধন পিয়ারলেস হাসপাতালে
Next articleটাকার সঙ্গে ফ্ল্যাট চেয়েছিলেন মা-মেয়ে, জেরায় কবুল সাদ্দামের