জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত পুলিশ

জুয়ার আসর অভিযান চালাতে গিয়ে আক্রমণের মুখে পড়ল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার অভিযান চালাতে যায় পুলিশবাহিনী। সেখানে জুয়াড়ি ও গ্রামবাসীদের হাতে আক্রান্ত হল পুলিশ। ভাঙচুর করা হয় পুলিশের বেশ কয়েকটি গাড়ি। ঘটনাস্থল মন্তেশ্বরের থানার মথুরাপুর গ্রাম। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

গ্রামবাসীদের হামলায় পুলিশের দু’জন সাব ইন্সপেক্টর ও একজন সিভিক ভলান্টিয়ার জখম হয়েছেন। পরে বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় আক্রান্তদের। পুলিশ সূত্রে খবর, মথুরাপুর গ্রামে শিবরাত্রি মেলায় বিরাট জুয়ার আসর বসে। সেই খবর পেয়ে মন্তেশ্বর থানার আইসি সৈকত মণ্ডলের নেতৃত্বে পুলিশবাহিনী ওই গ্রামে অভিযানে যায়। পুলিশকে দেখে ইট পাথর ছুড়তে শুরু করে জুয়াড়ি, স্থানীয়রা। ঘটনায় জখম হন একাধিক পুলিশকর্মী। তাঁদের মধ্যে এএসআই প্রশান্ত প্রামাণিক, ইদ্রিস শেখ ও সিভিক ভলান্টিয়ার শেখ মোস্তাফার অবস্থা আশঙ্কাজনক। জখম এএসআই প্রশান্ত প্রামাণিককে পরে কলকাতায় রেফার করা হয়। জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জী বলেন, “১১ জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। ধৃতদের বৃহস্পতিবার আদালতে তোলা হয়। ৫ অভিযুক্তকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।’’

আরও পড়ুন-নিমতায় অস্ত্র কারখানার হদিশ, ধৃত ২