সাহিত্য আকাদেমি পেলেন তপন

অনুবাদ সাহিত্যে বেনজির নিদর্শন রাখার জন্য ২০১৯-এর আকাদেমি পুরস্কার পেলেন তপন বন্দ্যোপাধ্যায়। মূলত ছোট গল্পকার হিসাবেই বাঙালির কাছে আদ্রিত তপনবাবু। প্রায় ৩০০টি ছোট গল্প লিখেছেন। উপন্যাস লিখেছেন প্রায় পঞ্চাশটি। সুন্দরবনের একশো বছরের ইতিহাস নিয়ে তাঁর ‘নদী মাটি অরণ্য’ উপন্যাস বঙ্কিম পুরস্কার জিতে নেয়। পেয়েছেন শৈলজানন্দ স্মৃতি পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার, কৃত্তিবাস সাহিত্য পুরস্কার। লিখেছেন ভ্রমন আর প্রবন্ধও। তবে প্রাক্তন সরকারি আমলা তপনবাবু অনুবাদ সাহিত্যের একটি নতুন দিক খুলে দেন। একসময় শিশু কিশোর সাহিত্য আকাদেমির অধ্যক্ষ্যের দায়িত্বও পালন করেছেন।

Previous articleরাজ্যসভায় তৃণমূলের পিকে, ঋতব্রত?
Next articleজ্বলছে দিল্লি, বাড়ছে মৃত্যু, ২৭ না ৩১? হামলায় আক্রান্তরা উদ্ধার