Tuesday, November 4, 2025

প্রাক্তন পুরপ্রধানকে চাইছে কারা? ধোঁয়াশা বারাসতে

Date:

গত কয়েকটি নির্বাচনের ফলাফল বলছে তিন নম্বরে নেমে গিয়েছে বামফ্রন্ট। এরই মধ্যে বারাসতে বামপন্থী নেতা প্রদীপ ভট্টাচার্যকে ‘চাইছে’ নাগরিক সমাজ। উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতের বিভিন্ন জায়গায় প্রদীপ চক্রবর্তীর নামে ব্যানার ও পোস্টার লাগানো হয়েছে। তাতে লেখা, “এবার বারাসত পুরসভায় প্রদীপ চক্রবর্তীকে চাই।’’ পোস্টারে প্রচারক হিসাবে নাম রয়েছে বারসতের নাগরিক সমাজের।

তবে কারা এই নাগরিক সমাজ তা স্পষ্ট হয়নি। কোনও রাজনৈতিক মতাদর্শ আছে কিনা তাও সামনে আসেনি। তবে বামফ্রন্ট নেতৃত্ব জানিয়েছে, দল জানে না কারা এই পোস্টার লাগিয়েছে। ২০১০ সালে বারাসত পুরসভা নির্বাচনে প্রদীপ চক্রবর্তী লড়েছিলেন। ওই বছর বারাসত পুরসভায় ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। কিন্তু ‘বারসতের নাগরিক সমাজ’ চাইছে চেয়ারম্যানের আসনে বসুক প্রদীপ চক্রবর্তী।

বারাসত পুরসভার দু’বারের চেয়ারম্যান প্রদীপ চক্রবর্তী। কিছুদিন ধরে কার্যত প্রত্যক্ষ রাজনীতি থেকে দূরে সরে রয়েছেন। যদিও প্রদীপ চক্রবর্তী জানিয়েছেন তিনি নির্বাচনে দাঁড়াতে চান না। বারাসত জুড়ে এই পোস্টার তাঁর ষাট বছরের রাজনৈতিক জীবনে অভূতপূর্ব বলে মন্তব্য করেন তিনি। সিপিএম জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী বলেন, প্রদীপ চক্রবর্তীকে প্রার্থী করা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। পুরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় জানান, “নির্বাচনে পোস্টার কোনও কথা বলে না, কথা বলে মানুষ। ওঁর আমলে বারাসতের উন্নয়ন হয়নি।’’

আরও পড়ুন-কালো পতাকা দেখিয়ে অমিত শাহকে স্বাগত জানাবে SFI-DYFI

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version