ওড়িশার ভুবনেশ্বরে শুরু হল ইস্টার্ন জোনাল কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠক। ইস্টার্ন জোনাল কাউন্সিলের এই বৈঠকে যোগ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রয়েছেন বামগলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, বিহারের মুখমন্ত্রী নীতিশ কুমার এবং ঝাড়খণ্ডের অর্থমন্ত্রী রামেশ্বর ওরাও।

ভুবনেশ্বরের সচিবালয়ের লোকসেবা ভবনে শুরু হয়েছে এই বৈঠক। রাজ্যের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই বৈঠকে রয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এই বৈঠকের দিকে এখন নজর গোটা দেশের।
