Sunday, November 9, 2025

মিথ্যে আশ্বাস দিয়ে যৌন সম্পর্ক স্থাপন ধর্ষণের সমান, রায় দিল আদালত

Date:

মিথ্যে আশ্বাস দিয়ে যৌন সম্পর্ক স্থাপন ধর্ষণের সমান। একটি মামলার রায়ে একথা জানায় বম্বে হাইকোর্ট। আদালত জানিয়েছে, কোনও পুরুষ যদি কোনও মহিলাকে বলেন যে তিনি শুধুমাত্র তাঁকেই ভালোবাসেন, তাহলে সেটি কখনই ওই মহিলার পক্ষ থেকে যৌন সম্পর্কে সম্মতির লক্ষ্মণ নয়।

সংশ্লিষ্ট মামলায় এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। অভিযুক্তের দাবি, ওই মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল এবং ওই মহিলা যৌন সম্পর্কে রাজি ছিলেন। কিন্তু আদালতে ওই মহিলা জানান, তাঁকে মিথ্যে আশ্বাস দেওয়া হয়। তাঁর অভিযোগ, ওই ব্যক্তি তাঁকে বলেছেন যে তিনিই একমাত্র মহিলা যাঁকে ওই ব্যক্তি ভালোবাসেন। সেই প্ররোচনায় পা দেন মহিলা। কিছুদিন পর সম্পর্কে ভেঙে যায় তাঁদের। এরপরই ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন মহিলা।

আদালত জানিয়েছে, মহিলার অভিযোগ অনুযায়ী স্পষ্ট তিনি ওই ব্যক্তিকে বিশ্বাস করে যৌন সম্পর্কে রাজি হয়েছিলেন। তবে অভিযুক্ত ব্যক্তি কোনও বিয়ের প্রতিশ্রুতি দেননি। কিন্তু প্রথমে মহিলা বিয়ের আগে যৌন সম্পর্ক স্থাপনে বাধা দিয়েছিলেন। এরপরই ওই ব্যক্তি ওই মহিলাকে জানান, তাঁর জীবনে অন্য কোনও মহিলা নেই এবং তিনি শুধু তাঁকেই ভালোবাসেন। আদালতের ধারণা মহিলাকে যৌন সম্পর্কে রাজি করানোর জন্যই এমন আশ্বাস দেন ওই ব্যক্তি। বিচারপতি সুনীল শুকরে ও মাধব জামদার অভিযুক্তকে ধর্ষণের দায় থেকে মুক্ত করার আবেদন বাতিল করে দেন। বম্বে হাইকোর্ট রায় দিয়েছে, মিথ্যে আশ্বাস বা প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্ক স্থাপন করা ধর্ষণের মতই ঘৃণ্য অপরাধ।

আরও পড়ুন-ডিটেনশন ক্যাম্প পরিদর্শনে গিয়ে ধৃত ১৭

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version