ডিটেনশন ক্যাম্প পরিদর্শনে গিয়ে ধৃত ১৭

ডিটেনশন ক্যাম্প পরিদর্শনে গিয়ে গ্রেফতার হলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি দল। শুক্রবার ঘটনাটি ঘটেছে অসম-বাংলা সীমান্তের শ্রীরামপুর এলাকায়। এদিন উত্তরপ্রদেশ থেকে ওই স্বেচ্ছাসেবী সংস্থার ১৭ জনের একটি প্রতিনিধি দল অসমের ডিটেনশন ক্যাম্প পরিদর্শনে যান। কিন্তু অসম বাংলা সীমান্তের শ্রীরামপুরে তাদের পুলিশ গ্রেফতার করে বলে অভিযোগ। প্রতিনিধি দলের সদস্যরা জানান, বিভিন্ন রাজ্য থেকে ১৭ জন সদস্যের একটি দল অসমের ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করতে যান। কিন্তু অভিযোগ, অসম বাংলা সীমান্তের শ্রীরামপুরে তাঁদের গ্রেফতার করে পুলিশ। সংবিধান অনুযায়ী, ভারতের কোথাও তাঁদের আটকানো যায় না বলে দাবি করেন প্রতিনিধি দলের সদস্যরা। তাঁদের বক্তব্য, যদি সত্যি অসমে ডিটেনশন ক্যাম্প না থাকে তাহলে কেন ১৪৪ ধারা জারি করা হল। কেন তাঁদের গ্রেফতার করা হল।

আরও পড়ুন-এনআরসি নিয়ে আলোচনা হয়নি, অমিত শাহের সঙ্গে বৈঠকের পরে জানালেন মমতা

Previous article‘রাজধর্ম’ নিয়ে সোনিয়াকে পাল্টা তোপ রবিশঙ্করের
Next article“দিল্লিবাসীর পাশে সরকার” ঘোষণা কেজরিওয়ালের, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রশংসা