ঘাটালবাসীদের দাবি মেটাতে কী করলেন দেব?

ঘাটালের উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন স্থানীয় সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। শুক্রবার, ঘাটালের কুশপাতায় নিজের কার্যালয়ে টলিউডের সুপারস্টার বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ধারাবাহিকভাবে কেন্দ্রকে চিঠি দিয়ে দিচ্ছেন তিনি। এবার ঘাটাল-পাঁশকুড়া সড়কের মানোন্নয়ন এবং সম্প্রসারণের বিষয়ে তিনি দিদি অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে কথা বলবেন বলে জানান দেব। ঘাটাল শহরের একটি বাইপাস করা যায় কি না, সেই বিষয়ও নজর দেওয়া হবে।
দেবের তদারকিতেই খুব কম সময়ের মধ্যে ঘাটাল ব্লকের ঝুমি নদীর উপর ১২ কোটি টাকার একটি ব্রিজ এবং ঘাটাল শহরে শিলাবতী নদীর উপর ৬ কোটি টাকা ব্যয়ে ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের মধ্যে সংযোগকারী ফুটব্রিজের জন্য অনুমোদন মিলেছে। দেব জানান, ওই ব্রিজ দুটির জন্য অর্থ মিলেছে। কাজ করবে সেচদফতর। দ্রুত কাজ আরম্ভ হবে।
এর পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন ঘাটালের সাংসদ।

 
Previous articleতৃণমূল-সুপ্রিমোর সভায় কারা ঢুকবেন, তাও ঠিক করছে টিম-পিকে !
Next articleতৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি! কী বলছেন সাংবাদিক