তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি! কী বলছেন সাংবাদিক

তবে কি আরেক যুদ্ধ! ভারত-পাক সম্পর্ক যে জায়াগায় পৌঁছে গিয়েছে, তাতে কেউ কাউকে বিশ্বাস করছে না। পাক অধিকৃত কাশ্মীরের দুই অংশে অস্ত্র জমাচ্ছে পাকিস্তান এবং ভারত। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিক এন সি বিপিন্দ্র সেনা সূত্রে এমনটাই খবর পেয়েছেন। এদিকে পাক অধিকৃত কাশ্মীরের ওই অংশ উদ্ধার করতে তৎপর হয়েছে ভারত। ফলে বিশ্বে আবারও যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হলে গোটা বিষয়ে চিন বড় ভূমিকা নেবে। ফলে বিশ্বের মেরুকরণ হবে বলে ধারণা তাঁর। এই অবস্থায় ইতিমধ্যে তৎপর হয়েছে দুই দেশের সেনা। ভারতের তিন সেনা প্রধান এবিষয়ে বৈঠক শুরু করেছেন। তবে শুধু ভারত-পাক নয়। বালুচিস্তানও অস্ত্র রাখছে বলে জেনেছেন সাংবাদিক।

আরও পড়ুন-বিশ্বের ৫০ দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস, সতর্ক থাকার নির্দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Previous articleঘাটালবাসীদের দাবি মেটাতে কী করলেন দেব?
Next articleমমতাদি উন্নয়ন করে ফার্স্ট হোক, কিন্তু ভোট শান্তিপূর্ণ হোক! আবেদন অধীরের