Monday, August 25, 2025

রাত পোহালেই CAA-র সমর্থনে শহিদ মিনারে অমিত শাহ, নাড্ডা-র সভা, কিন্তু এই সভার প্রচার থমকে রয়েছে৷ নেতারা ধন্দে, লাখ-লোকের ঘোষণা করা হয়েছে, তেমন জমায়েত হবে তো ?

ঝিমিয়ে থাকা দলকে পুরভোটে মাঠে নামাতে অমিত শাহের এই সভাকেই হাতিয়ার করেছে রাজ্য বিজেপি। কিন্তু গেরুয়া নেতাদের কপালের ভাঁজ চওড়া হচ্ছে, সেভাবে দলের কর্মী-সমর্থকরাও এখনও মাঠেই নামেনি৷
অমিতের সভায় এক লক্ষ লোক হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে বঙ্গ-বিজেপি৷ এই ঘোষনাই কার্যত কাল হয়ে দাঁড়িয়েছে৷ শহিদ মিনারের সভার ২৪ ঘন্টা আগেও তেমন সাড়া পাচ্ছেনা নেতারা৷
ময়দান ভরাতে দলের মূল সংগঠনের পাশাপাশি সব শাখা সংগঠনকে দায়িত্ব নিতে বলা হয়েছে। এই সভার প্রচারে এলাকায় এলাকায় দেওয়াল লেখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিলো। সভা নিয়ে দলের একাধিক প্রস্তুতি বৈঠকে রাজ্য নেতারা কর্মী-সমর্থকদের বলেছিলেন, পরীক্ষার জন্য মাইক প্রচার করা যাবে না। তাই দেওয়াল লেখায় জোর দিতে হবে৷ এই দেওয়াল লেখার মাধ্যমেই পুরভোটের প্রচার শুরুর পরিকল্পনা ছিলো রাজ্য কমিটির৷ অমিত শাহকে স্বাগত জানিয়ে দেওয়ালে লেখা হলেও, আদতে দেওয়াল দখলের কাজও সেরে রাখতে চেয়েছিলো বিজেপি।

কিন্তু এই কর্মসূচি তেমনভাবে সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে৷ এর কারন, এখনও দলের নতুন কমিটি ঘোষনা না হওয়া৷ প্রায় দেড়মাস হতে চলেছে দিলীপ ঘোষ ফের রাজ্য সভাপতি হয়েছেন, কিন্তু পুরভোটের মুখে দাঁড়িয়েও রাজ্য বা জেলা কমিটি গড়তে ব্যর্থ হচ্ছেন দিলীপবাবুরা৷ ফলে, জেলাস্তরের এবং রাজ্যস্তরের নেতারা কাজ করতে উৎসাহ হারাচ্ছেন৷ তাঁদের বক্তব্য, ” এখনও জানিনা পদ পাবো কি’না, দলে পদ না পেলে শহিদ মিনার ভরানোর দায়িত্ব নিতে যাবো কেন? ভিড়ের ক্রিম খাবেন তো ওই দু-তিনজন নেতা৷ তাঁরাই এবার লোক আনুক”৷ এখনও কমিটি ঘোষনা না পারার মাশুল এভাবেই দিতে চলেছে বঙ্গ- বিজেপি৷ এই সহজ কথাটা না বুঝে অমিত শাহের সভা সফল করানো যে চেষ্টা নেতারা করছেন, তা যে কাজে লাগছেনা, সেটা বেশ বোঝা যাচ্ছে৷

দলীয় কর্মীদের বলা হয়েছিলো, পোষ্টার, দেওয়াল লিখতে দল কোনও টাকা দেবে না। নিজেদের পকেটের টাকা খরচ করে দেওয়াল লেখা, পোস্টার, ব্যানার লেখার দায়িত্ব কেউই নিতে চাননি৷ জেলার নেতাদের বক্তব্য, ”দল এখন সমৃদ্ধ, তাহলে পকেটের টাকা দিয়ে দল করবো কেন ? এসব সম্ভব নয়৷ ফেল কড়ি মাখ তেল।”

তবে এ সব জেনে এবং শুনে এখনও কিন্তু কনফিডেন্ট বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর কথায়, ‘‘অমিত শাহ, নাড্ডার সভার পরই সবাই চাঙ্গা হয়ে উঠবেন।” কিন্তু বঙ্গ-বিজেপির নেতারা এখনও ধরতেই পারছেন না, শহিদ মিনারে লোক কত হবে ? কারাই বা লোক আনবেন ?

আরও পড়ুন-স্বস্তির খবর! মার্চে ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version