Tuesday, November 11, 2025

পাকিস্তানে হচ্ছে না এশিয়া কাপ। এই প্রতিযোগিতা হবে দুবাইয়ে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এর বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে শুক্রবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এ কথা জানান।
সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু বিসিসিআই সূত্রে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। ফলে এই প্রতিযোগিতা হওয়া নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। কারণ পাকিস্তানে যদি টুর্নামেন্ট হয়, আর সেই প্রতিযোগিতায় যদি ভারত অংশ না নেয়, তা হলে প্রতিযোগিতার গুরুত্ব অনেক কমে যাবে। আর সে কারণেই দুবাইয়ে সরিয়ে আনা হল এশিয়া কাপ। জানানো হয়েছে, ভারত ও পাকিস্তান দু’দলই অংশ নেবে এই প্রতিযোগিতায়।
২০১৩ সালে শেষ বার দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজে অংশ নেয় ভারত-পাকিস্তান। তার পর রাজনৈতিক অস্থিরতার কারণে দু’দলই আইসিসি-র টুর্নামেন্ট ছাড়া অন্য কোথাও মুখোমুখি হয়নি।দুবাইয়ে মঙ্গলবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক। সেখানে যোগ দেওয়ার কথা সৌরভের। এশিয়ার ক্রিকেট টিমগুলোর ভবিষ্যৎ নিয়ে সেখানে আলোচনা হবে। তার আগে এশিয়া কাপের জটিলতা কাটায় স্বাভাবিক ভাবেই স্বস্তি ক্রিকেট মহলে। সূচি অনুযায়ী সেপ্টেম্বরে পাকিস্তানের আয়োজন করার কথা ছিল এ বারের এশিয়া কাপ। কিন্তু ভারতীয় টিম পাকিস্তানে খেলতে রাজি নয় বলে এই ভেন্যু বদল।
অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে অস্ট্রেলিয়ায়। তার আগে এশিয়া কাপও এ বার টি-টোয়েন্টি ফর্ম্যাটে হওয়ার কথা। গত বার এশিয়া কাপ হয়েছিল ওয়ান ডে ফর্ম্যাটে, আরব আমিরশাহিতে। সেখানেও চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version