এবার সিএএ-এর সমর্থনে মিছিল করে গ্রেফতার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও সুভাষ সরকার। এদিন বিষ্ণুপুরের বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ এবং বাঁকুড়ার বিজেপির সাংসদ সুভাষ সরকারের নেতৃত্বে দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানা এলাকায় সিএএ-এর সমর্থনে একটি পদযাত্রার আয়োজন করা হয়। ওই যাত্রায় বিজেপির সাংসদদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতা, নেত্রীরাও। ক্ষুব্ধ বিজেপি সাংসদ পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও বড়সড় অভিযোগ তোলেন। বিজেপির সাংসদদের গ্রেফতারির প্রতিবাদে বিজেপির কর্মীরা পুলিশের সামনে জয় শ্রী রাম স্লোগান দিতে থাকে।

আরও পড়ুন-রাত পোহালেই শাহি-সভা, রাজ্য নেতারা এখনও ধন্দে জমায়েত নিয়ে
