কমল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম

রবিবার থেকে কমল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। ১৪.২ কিলোগ্রাম রান্নার গ্যাস দাম কমেছে ৫৩ টাকা। ১৯ কেজির কমার্শিয়াল গ্যাসের দাম ৮৪.৫০ টাকা কমল।

গ্যাসের দাম কমায় কিছুটা স্বস্তিতে মধ্যবিত্ত। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী, দিল্লিতে ভর্তুকি ছাড়া ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম ৮০৫.৫০ টাকা হয়েছে। আর কলকাতায় ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের দাম কমে ৮৩৯.৫০ টাকা হয়েছে। মুম্বইয়ে ৭৭৬.৫০ টাকা ও চেন্নাইতে ৮২৬ টাকা। অন্যদিকে, ১৯ কেজির কমার্শিয়াল সিলেন্ডারের দাম ৮৪.৫০ টাকা কমিয়েছে। দিল্লিতে ১৯ কেজি কমার্শিয়াল সিলেন্ডারের দাম ১৩৮১.৫০ টাকা হয়েছে। কলকাতায় ১৪৫০ টাকা, মুম্বাইয়ে ১৩৩১ টাকা আর চেন্নাইয়ে ১৫০১.৫০ টাকা হয়েছে। গত মাসে রান্নার গ্যাসের দাম ১০৫ টাকা বেড়ে গিয়েছিল। যার ফলে ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম ১৪৪.৫০ টাকা থেকে ১৪৯ টাকা পর্যন্ত বেড়ে যায়।

আরও পড়ুন-নির্বাচনের আগে নিয়োগ কলকাতা পুরসভায়

Previous article‘গোলি মারো’ স্লোগান কলকাতার বুকেও!
Next articleসর্বকালের সেরা ক্যাচ জাডেজার, মুগ্ধ ক্রিকেট বিশ্ব