শিক্ষক নিয়োগে আর মৌখিক পরীক্ষা নয়

শিক্ষক নিয়োগের নিয়মে বদল। এই বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তিতে রয়েছে, শুধুমাত্র লিখিত পরীক্ষার ফলাফল দেখেই নিয়োগ হবে, মৌখিক পরীক্ষা নয়। উঠে যাচ্ছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের রেজাল্টের জন্য বরাদ্দ নম্বরও।

সূত্রের খবর অনুযায়ী, প্রত্যেক প্রার্থীকে দুটো করে লিখিত পরীক্ষা দিতে হবে। একটি বিষয়ের পরীক্ষা অন্যটি, প্রিলিমিনারি টেস্ট। এই দুইয়ের ভিত্তিতেই বেরোবে মেরিট লিস্ট। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে কোনও অভিযোগ থাকলে তা রাজ্য সরকারকে জানাতে হবে। সরকারের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। পরবর্তীকালে শিক্ষক নিয়োগের সময় নয়া নিয়মেই রাজ্যে শিক্ষক নিয়োগ হবে বলে জানা গিয়েছে।

কী কী বদল এল শিক্ষক নিয়োগে?

১) নিয়োগ হবে লিখিত পরীক্ষার ভিত্তিতে, মৌখিক পরীক্ষা নেওয়া হবে না।

২) এরপর ২০০ নম্বরের আরও একটা লিখিত পরীক্ষা হবে। এই ২০০ নম্বরের মধ্যে ইংরেজির ওপর থাকবে ৫০ নম্বর। ৫০ হবে পরীক্ষার্থী যে মাধ্যম স্কুলে পড়াবেন তার ওপর। এরপর আরও ১০০ নম্বরের পরীক্ষা হবে পরীক্ষার্থী যে বিষয়ের শিক্ষক হবেন তার ওপরে।

৩) প্রাইমারি টেষ্টে পাশ করলেই বাকি ২০০ নম্বরের পরীক্ষার খাতা দেখা হবে।

আরও পড়ুন-দুর্গাপুজোর আগেই সুখবর! ১৫ হাজার শিক্ষক নিয়োগ রাজ্যে

Previous articleআমাদের রক্ষা করুন! ইরান থেকে কাতর আবেদন পড়ুয়াদের
Next article‘গোলি মারো’র কুশীলবরা জেলের বাইরে কেন!