Thursday, August 28, 2025

ভারত সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে আচমকাই তা বাতিল করলেন বাংলাদেশ জাতীয় সংসদের অধ্যক্ষ শিরিন শারমিন চৌধুরী। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার আমন্ত্রণে ৯ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল নিয়ে সোমবার দিল্লি আসার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই সফর বাতিল করেন তিনি। সংসদ সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক তারিক মাহমুদ জানান, মুজিববর্ষের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকার কারণেই এই সফর বাতিল করা হয়েছে।
তবে, রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সাম্প্রতিক সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষিতেই দিল্লি সফর বাতিল করেছেন জাতীয় সংসদের অধ্যক্ষ।
ভারত সফরের পাশাপাশি, জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানানোরও কথা ছিল শিরিন শারমিন চৌধুরীর। একইসঙ্গে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সহ লোকসভার কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ও রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের সঙ্গেও সৌজন্য সাক্ষা‍তের কর্মসূচি ছিল। কিন্তু যাত্রা বাতিল করেন তিনি। রাজনৈতিক মহলের মতে, দিল্লির হিংসার প্রেক্ষিতে এখনই সেখানে যাওয়া ঠিক হবে না বলেই সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় সংসদের অধ্যক্ষ শিরিন।
এর আগেও গত জানুয়ারি মাসে দিল্লি সফর বাতিল করেছিলেন বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়র আলম। সেই সময়ও মুজিববর্ষের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকার সাফাই দিয়েছিলেন তাঁরা। কিন্তু রাজনৈতিক মহলের মতে, সিএএ-এনআরসি নিয়ে ভারত জুড়ে চলা বিক্ষোভ-আন্দোলনের মধ্যে এদেশে আসতে চাইছেন না বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version