রাজ্যে ‘গোলি মারো’ স্লোগান বরদাস্ত নয়: মুখ্যমন্ত্রী

রাজ্যে ‘গোলি মারো’ স্লোগান দিলে ছেড়ে বরদাস্ত করা হবে না। নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলের কর্মিসভা থেকে জালালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দিল্লির ভাষায় কলকাতায় কথা বলা চলবে না। কলকাতার রাস্তায় যাঁরা ‘গোলি মারো’ বলেছেন তাঁদের কাউকে ছাড়া হবে না। রাজ্যে বাইরে থেকে লোক ঢোকানো হচ্ছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, এই ধরনের ভাষা ‘অন্যায়’। এই ভাষা ‘দানবিক’। সেই কারণে এই ভাষা যাঁরা বলেছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

রবিবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সভায় যোগ দিতে যাওয়ার বিজেপিরই মিছিল থেকে ‘গোলি মারো’ স্লোগান উঠেছিল। তারপর থেকেই বিতর্ক শুরু হয়। এর বিরুদ্ধেই এদিন কর্মিসভায় সুর চড়ান তৃণমূল নেত্রী।

আরও পড়ুন-পুরনো কর্মীদের সম্মান, অহং ভেঙে মেশার পরামর্শ তৃণমূল নেত্রীর

Previous articleপুরনো কর্মীদের সম্মান, অহং ভেঙে মেশার পরামর্শ তৃণমূল নেত্রীর
Next article‘গোলি মারো’ স্লোগানের জের, ধৃত ৩ বিজেপি কর্মী