ভরা বসন্তে মহানগরে শিলাবৃষ্টি

ভরা বসন্তে ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়। মঙ্গলবার বিকেল থেকেই কালো মেঘে ঢাকা আকাশ। তারপরেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায়। মহানগরের ইতিউতি শিল পড়তেও দেখা গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল এই সপ্তাহেই ভারী বৃষ্টি হতে পারে। সেইমতো মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল বর্ষণ। বুধবার থেকে এর তীব্রতা আরো বাড়বে বলে হাওয়া অফিস সূত্রের খবর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভরা বসন্তে ঝমঝমিয়ে বৃষ্টি তে নাকাল শহরবাসী

Previous articleগোপনে একাধিক বিয়ে, গ্রেফতার বিজেপি নেতা
Next articleকরোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর