দিল্লির দাঙ্গার বিরুদ্ধে সোচ্চার হওয়াতেই অধীরের বাড়িতে হামলা, দাবি সোমেনের

বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা লোকসভায় বিরোধী দলনেতা অধীর চৌধুরীর হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

এদিন প্রদেশ সভাপতি বলেন, “যেভাবে দিল্লির দাঙ্গার বিরুদ্ধে সোচ্চার হয়েছে অধীর চৌধুরী, তার বদলা নিতেই এই কাপুরুষতা বলে আমরা মনে করছি।”

তিনি আরও বলেন, “আইন শৃঙ্খলার অবস্থা এমনই যে লোকসভার কংগ্রেস দলের দলনেতার বাড়িতেও দুষ্কৃতীরা অবাধে আক্রমণ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে বাংলায় সরকার গড়ার কথা বলছেন, কিন্তু দেশের রাজধানীর এই ভয়াবহ অবস্থার কথা নিয়ে দেশের মানুষকে আশ্বস্ত করছেন না। আমরা অবিলম্বে অধীর রঞ্জন চৌধুরীর নিরাপত্তা বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি।

আগামীকাল এই ঘৃণ্য হামলার প্রতিবাদে কংগ্রেস এবং শাখা সংগঠনের কর্মীরা সব জেলায় ধিক্কার দিবস পালন করবে।”

Previous articleশিলাবৃষ্টির জেরে উইন্ড শিল্ডে ফাটল নিয়ে জরুরি অবতরণ, বিমানে রাজ্যের জনপ্রিয় মন্ত্রী!
Next articleরাজ্যের দুই জেলার সভাপতির নাম ঘোষণা এআইসিসি’র