Wednesday, August 20, 2025

বেআইনি অর্থ লগ্নি সংস্থা রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর দু’টি মোবাইল ফোন কোথায় তা জানতে ইডি-কে চিঠি দিয়েছিল সিবিআই। কিন্তু দু’টি মোবাইল ফোনের হদিস দিতে পারেনি ইডি। মোবাইল ফোন দু’টির কী হল তা জানতে ফের ইডি-কে চিঠি দিল সিবিআই। কাদের সঙ্গে গৌতম কুণ্ডু যোগাযোগ রাখতেন তাও জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে।
২০১৫ সালের মার্চে রোজভ্যালির মালিককে গ্রেফতার করে ইডি। সিবিআই সূত্রে খবর, গৌতমের দু’টি মোবাইল ফোন ইডি বাজেয়াপ্ত করেনি। ইডি মৌখিক ভাবে সিবিআই-কে জানায়, গৌতমের গাড়িতে ফোন দু’টি রাখা ছিল। তাঁর গাড়িচালক সেগুলি নিয়ে চম্পট দেয়। পরে সেগুলো উদ্ধার করা যায়নি। এমনটাই দাবি ইডি-র। যদিও এই নিয়ে সিবিআই-কে লিখিত ভাবে কিছুই জানাতে চাইছে না বলে খবর।
সিবিআই কর্তাদের প্রশ্ন, প্রায় ১২ হাজার কোটি টাকা প্রতারণার মামলায় যাঁকে গ্রেফতার করা হয়েছে, তাঁর মোবাইল ফোন কেন বাজেয়াপ্ত করা হয়নি? ফোন সামনে না আসায় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে গৌতমের যোগাযোগের বিষয়টি অস্পষ্টই থেকে যাচ্ছে। এদিকে রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, ৫ বছর পর কেন সিবিআই তাঁর ফোন চাইছে? টেলিফোন সংস্থার কাছ থেকে ফোনের কল ডেটা রেকর্ডের সবিস্তার তথ্য কেন সংগ্রহ করা হচ্ছে না? প্রশ্ন উঠছে তা নিয়েও।
সিবিআই অবশ্য জানাচ্ছে, ইডি যে গৌতমের মোবাইল দু’টি বাজেয়াপ্তই করেনি, তা জানা গিয়েছে অনেক পরে। টেলিফোন সংস্থা সাধারণ ভাবে এক বছরের সিডিআর জমা রাখে। ২০১৫ সালের রেকর্ড পাওয়া কার্যত অসম্ভব।

আরও পড়ুন-দিল্লির হিংসা ভোলাতেই করোনা আতঙ্ক ছড়ানো হচ্ছে, নাম না করে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version