Saturday, August 23, 2025

বেআইনি অর্থ লগ্নি সংস্থা রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর দু’টি মোবাইল ফোন কোথায় তা জানতে ইডি-কে চিঠি দিয়েছিল সিবিআই। কিন্তু দু’টি মোবাইল ফোনের হদিস দিতে পারেনি ইডি। মোবাইল ফোন দু’টির কী হল তা জানতে ফের ইডি-কে চিঠি দিল সিবিআই। কাদের সঙ্গে গৌতম কুণ্ডু যোগাযোগ রাখতেন তাও জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে।
২০১৫ সালের মার্চে রোজভ্যালির মালিককে গ্রেফতার করে ইডি। সিবিআই সূত্রে খবর, গৌতমের দু’টি মোবাইল ফোন ইডি বাজেয়াপ্ত করেনি। ইডি মৌখিক ভাবে সিবিআই-কে জানায়, গৌতমের গাড়িতে ফোন দু’টি রাখা ছিল। তাঁর গাড়িচালক সেগুলি নিয়ে চম্পট দেয়। পরে সেগুলো উদ্ধার করা যায়নি। এমনটাই দাবি ইডি-র। যদিও এই নিয়ে সিবিআই-কে লিখিত ভাবে কিছুই জানাতে চাইছে না বলে খবর।
সিবিআই কর্তাদের প্রশ্ন, প্রায় ১২ হাজার কোটি টাকা প্রতারণার মামলায় যাঁকে গ্রেফতার করা হয়েছে, তাঁর মোবাইল ফোন কেন বাজেয়াপ্ত করা হয়নি? ফোন সামনে না আসায় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে গৌতমের যোগাযোগের বিষয়টি অস্পষ্টই থেকে যাচ্ছে। এদিকে রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, ৫ বছর পর কেন সিবিআই তাঁর ফোন চাইছে? টেলিফোন সংস্থার কাছ থেকে ফোনের কল ডেটা রেকর্ডের সবিস্তার তথ্য কেন সংগ্রহ করা হচ্ছে না? প্রশ্ন উঠছে তা নিয়েও।
সিবিআই অবশ্য জানাচ্ছে, ইডি যে গৌতমের মোবাইল দু’টি বাজেয়াপ্তই করেনি, তা জানা গিয়েছে অনেক পরে। টেলিফোন সংস্থা সাধারণ ভাবে এক বছরের সিডিআর জমা রাখে। ২০১৫ সালের রেকর্ড পাওয়া কার্যত অসম্ভব।

আরও পড়ুন-দিল্লির হিংসা ভোলাতেই করোনা আতঙ্ক ছড়ানো হচ্ছে, নাম না করে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version