অবসর নিতে চলা সরকারি চিকিৎসক ও নার্সদের আরও দু’বছর কাজে রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

যোগ্য এবং উৎসাহ থাকলে স্বাস্থ্য দফতরে অবসর নিতে চলা সরকারি চিকিৎসক ও নার্সদের আরও দু’বছর কাজে রাখতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালিয়াগঞ্জে এক প্রশাসনিক বৈঠকে জনপ্রতিনিধিদের প্রশ্নের উত্তরে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। এলাকার জনপ্রতিনিধিরা ওই বৈঠকে মমতার কাছে বিভিন্ন চিকিৎসক ও নার্সের সঙ্কট মেটানোর আর্জি জানিয়েছিলেন । তারই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তের কথা জানিয়ে বিষয়টি অবিলম্বে কার্যকর করতে স্বাস্থ্যসচিব বিবেক কুমারকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যে স্বাস্থ্য অধিকর্তার কাছে এই সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। স্বাস্থ্যভবনের কাছে আগামী একবছর কারা অবসর নিতে চলেছেন সেই সংক্রান্ত তালিকা রয়েছে ম। শুধু ডাক্তারদের ক্ষেত্রে নয়, নার্সিং সার্ভিসের ক্ষেত্রেও সেই তালিকা রয়েছে।
নয়া এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘পোস্ট রিটায়ারমেন্ট রি-এমপ্লয়মেন্ট প্রকল্প’। তবে এক্ষেত্রে প্রধান শর্ত হল যোগ্য এবং শারীরিকভাবে সক্ষম থাকতে হবে। তবে গোটা প্রকল্পটিই বাধ্যতামূলক নয়, শুধুমাত্র ইচ্ছুকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে ।
প্রসঙ্গত, আগামী এক বছরে ২৩০ জন সরকারি ডাক্তার এবং ২৮০ জন নার্সিং কর্মী অবসর নিতে চলেছেন।

Previous articleকরোনা মোকাবিলায় রাজ্যের সব হাসপাতালে একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের
Next articleআইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত