মালদহে আদিবাসী গণবিবাহে ধামসা-মাদলের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী

পূর্বসূচি মেনেই মালদহে আদিবাসী গণবিবাহে উপস্থিত মুখ্যমন্ত্রী। সরকারের ‘রূপশ্রী’ প্রকল্পের আওতায় গণবিবাহের আয়োজন করা হয় মালদহে। ৩০০ কন্যার বিয়ে হয় এদিন। গণবিবাহ অনুষ্ঠানে পাত্র-পাত্রীর হাতে উপহার তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে হাতে বোনা চাদর দিয়ে বরণ করে নেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ।

এরপর উপস্থিত জনতার দাবি মেনে ধামসা-মাদলের তালে আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। সবসময়ই লোকশিল্পীদের প্রসারে উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী। তাঁর অনুষ্ঠানে ধামসা-মাদল নিয়ে উপস্থিত থাকেন শিল্পীরা। এদিনে সেই তালেই পা মেলান খোদ মুখ্যমন্ত্রী।

মাসখানেক আগে মালদায় বিশ্ব হিন্দু পরিষদের আদিবাসীদের বিয়ে দিয়ে ধর্মান্তকরণ করছে বলে অভিযোগ ওঠে। এবার রূপশ্রী প্রকল্পের আওতায় গণবিবাহের আয়োজন করে শাসকদল।

দেখুন ভিডিও…

আরও পড়ুন-বিড়ির আগুনে জ্বলেছে জলদাপাড়া!

Previous articleহামলাকারীদের থেকে বাঁচতে মরিয়া মুষ্টিমেয় পুলিশ, প্রকাশ্যে দিল্লি হিংসার ভিডিও ফুটেজ
Next articleকরোনা আতঙ্কে বিক্রি বাড়াতে নয়া পন্থা মুরগি বিক্রেতার