Wednesday, November 12, 2025

জাপানের ডায়মন্ড প্রিন্সেসের মতোই এবার ক্যালিফোর্নিয়া গ্র্যান্ড প্রিন্সেসে করোনা আতঙ্ক। মাঝ সমুদ্রে আটকে দেওয়া হল হাওয়াই ফেরত জাহাজ। ভাইরাসের সংক্রমণের জেরে ইতিমধ্যে জাহাজের ভেতরে মৃত্যু হয়েছে ৭১ বছরের এক যাত্রীর। সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে জাহাজের বাকি যাত্রী ও ক্রু মেম্বারদের মধ্যে।
গ্র্যান্ড প্রিন্সেস বেশিরভাগ যাত্রীই মেক্সিকো ফেরত। আর মেক্সিকোতে করোনাভাইরাস নতুন করে দাপট দেখাচ্ছে। মাঝ সমুদ্রেই সংক্রমণ ধরা পড়ে এক যাত্রীর। সূত্রের খবর, ওই যাত্রী মেক্সিকো গিয়েছিলেন। সেখান থেকেই ভাইরাসে সংক্রামিত হন। জাহাজেই মৃত্যু হয় তাঁর। মাঝ সমুদ্রেই কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে ওই জাহাজটিকে।
ওই যাত্রীর সংস্পর্শে যাঁরা ছিলেন তাঁদের মধ্যেও ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্যালোফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসন বলেন, ‘‘ক্রু মেম্বার ও যাত্রী মিলিয়ে প্রায় আড়াই হাজার জন রয়েছেন ওই জাহাজে। ১১ জন যাত্রী ও ১০ জন ক্রু মেম্বারের শরীরে ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। জাহাজের ভিতরেই আইসোলেশন কেবিন বানিয়ে সেখানে রাখা হয়েছএ তাঁদের।’’ ক্যালোফোর্নিয়ার স্বাস্থ্য দফতর জানিয়েছে, মেডিক্যাল টিম পাঠানো হতে পারে জাহাজে। যাত্রীদের নমুনা সংগ্রহ করে ভাইরাস টেস্টের জন্য পাঠানো হবে।

আরও পড়ুন-আজই বন্ধ করুন আইসক্রিম-ঠান্ডা পানীয়! গরমে মরবে করোনাভাইরাস: ইউনিসেফ

Related articles

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...
Exit mobile version