দিল্লি হিংসা নিয়ে উত্তাল সংসদ। সংসদে গোলমালের জেরে গৌরব গগৈ সহ কংগ্রেসের ৭ সাংসদকে সাসপেন্ড করা হল। সূত্রের খবর, এদিন লোকসভায় স্পিকার ওম বিড়লা বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁরা সংসদের নিয়ম ভাঙেন। অসংসদীয় আচরণের জন্য চলতি লোকসভা অধিবেশনে ৭ সাংসদকে সাসপেন্ড করেন স্পিকার।
