২০ মার্চ নির্ভয়া মামলায় দোষীদের ফাঁসির দিন ধার্য করল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট

ফের নির্ভয়া মামলায় ফাঁসির দিন ঘোষণা করল আদালত। ২০ মার্চ নির্ভয়া মামলায় দোষীদের ফাঁসির দিন ধার্য করল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। ওই দিন ভোর ৫টায় ফাঁসি হবে ৪ দোষীর। এর আগে ৩ মার্চ ফাঁসির দিন ঘোষণা হলেও পরে তা পিছিয়ে যায়। দোষী পবন গুপ্তা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানায়। রাষ্ট্রপতি পবনের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেন।

নির্ভয়া মামলায় সব দোষীরই প্রাণভিক্ষার আবেদন নাকচ করেছেন সুপ্রিম কোর্ট ও রাষ্ট্রপতি। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ মার্চ তিহাড় জেলেই নির্ভয়া মামলায় দোষী অক্ষয় ঠাকুর সিং, বিনয় শর্মা, পবন গুপ্তা মুকেশ সিংয়ের ফাঁসি হবে।

আরও পড়ুন-সংসদে গোলমাল, সাসপেন্ড ৭ কংগ্রেস সাংসদ

Previous articleসংসদে গোলমাল, সাসপেন্ড ৭ কংগ্রেস সাংসদ
Next articleবধূ নির্যাতনে অভিযুক্ত ফ্লিপকার্টের কর্ণধার